Shaban-Ramadan 1429 || August 2008

মুহাম্মদ রাশেদুল কাদের - ফরিদাবাদ, ঢাকা

১৩৪০. Question

সালাম বাদ আরজ এই যে, যদি কোনো ব্যক্তির ক্ষতস্থান থেকে এই পরিমাণ রক্ত বের হয় যা গড়িয়ে পড়ার মতো, কিন্তু সে তা গড়িয়ে পড়তে না দিয়ে মুছে ফেলে তাহলে কি তার ওযু নষ্ট হবে?

Answer

হাঁ, অযু ভেঙ্গে যাবে। গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলেই অযু নষ্ট হয়ে যায়। তাই এ পরিমাণ রক্ত গড়িয়ে পড়ার আগে ক্ষতস্থান থেকে মুছে নিলেও অযু ভেঙ্গে যাবে।

-কিতাবুল আসল ১/৫৮; ফাতহুল কাদীর ১/৩৪; ফাতওয়া হিন্দিয়া ১/১১; আলবাহরুর রায়েক ১/৩৩; রদ্দুল মুহতার ১/১৩৫

Read more Question/Answer of this issue