Shaban-Ramadan 1429 || August 2008

মুহাম্মদ আমানুল্লাহ - লোচনপুর, রায়পুরা, নরসিংদী

১৩৩৯. Question

যদি কেউ যোহরের নামাজ পড়তে গিয়ে দেখে জামাত দাড়িয়ে গেছে এবং নামাযের আগের সুন্নত পড়তে পারবে না এমতাবস্থায় তাকে কি ফরজের পরে প্রথম সুন্নত পড়তে হবে না পড়তে হবে না? যদি পড়তে হয়, তাহলে সে কি শেষের দুই রাকাত সুন্নতের আগে পড়বে নাকি পরে। বিস্তারিতভাবে দলিল-প্রমাণ সহকারে জানাবেন বলে আশা করি।

Answer

প্রশ্নোক্ত অবস্থায় ঐ ব্যক্তি সুন্নত না পড়েই যোহরের জামাতে শরীক হবে। জামাত শেষে আগে দুই রাকাত সুন্নত পড়বে। এরপর পূর্বের ছুটে যাওয়া চার রাকাত সুন্নত পড়বে। কারণ দুই রাকাত সুন্নতকে ফরযের পর পরই আদায় করা সুন্নত। সুতরাং দুই রাকাতকে যথাসময় আদায় করাই শ্রেয়।

-সুনানে ইবনে মাজা ১/৮০, হেদায়া ১/১৫২; আলবাহরুর রায়েক ২/৭৫; তাবয়ীনুল হাকায়েক ১/১৮৩; ফাতওয়া হিন্দিয়া ১/১১২; শরহুল মুনিয়া ৩৯৯; রদ্দুল মুহতার ২/৫৮

Read more Question/Answer of this issue