Ramadan 1429 || September 2008

মুহাম্মদ রাশেদ - ঢাকা

১৩৯৫. Question

আমি আমাদের বাজারের এক দোকানদার থেকে দুটি কাপড় নিয়েছি এই শর্তে যে, আমার মা দুটি থেকে যে কাপড়টি পছন্দ করবেন সেটি খরিদ করব। দোকানদার উভয়টির পৃথক পৃথক মূল্য বলে দেয়। শর্ত ছিল, ১দিনের মধ্যে তা ফেরত দিব। কিন্তু বাড়িতে আনার পর ঘরে আগুন লেগে কাপড় দুটি পুড়ে যায়। এখন দোকানদার আমার নিকট উভয়টির মূল্য দাবি করছে। এমতাবস্থায় আমার জন্য কি উভয় কাপড়ের মূল্য আদায় করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে দুটি কাপড়ের মধ্যে শুধু ফেরতযোগ্য কাপড়ের মূল্য আদায় করতে হবে না। অপর কাপড়ের মূল্য আদায় করতে হবে। আর এ অবস্থায় ফেরতযোগ্য কাপড়টি যেহেতু চিহ্নিত করা যাচ্ছে না তাই উভয় কাপড়ের অর্ধেক মূল্য আদায় করতে হবে।

-হেদায়া ৩/১৮; তাবয়ীনুল হাকায়েক ২/২২; আলমুহীতুল বুরহানী ১০/৩৮

Read more Question/Answer of this issue