মুহাম্মদ মারুফ হুসাইন - ঢাকা
১৩৯৪. Question
এক ব্যক্তি মান্নত করল, আমার সন্তান সুস্থ হলে আমি আমার সম্পত্তি থেকে ত্রিশ হাজার টাকা সদকা করব। অথচ তার মালিকানাধীন সমুদয় সম্পত্তির মূল্য মাত্র বিশ হাজার টাকা। অতঃপর তার ছেলে সুস্থ হয়েছে। এমতাবস্থায় তাকে কত টাকা সদকা করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির সমুদয় সম্পদের মূল্য যা হয় সে পরিমাণই মান্নত হিসেবে সদকা করতে হবে। অর্থাৎ বিশ হাজার টাকা সদকা করতে হবে। এতেই তার মান্নত পূর্ণ হয়ে যাবে। এর বেশি অর্থাৎ পূর্ণ ত্রিশ হাজার টাকা দেওয়া জরুরি নয়। উল্লেখ্য যে, ঐ ব্যক্তি এক্ষুণি পুরো বিশ হাজার টাকা আদায় করলে যদি সংসারের খরচ চালানো কষ্টকর হয়ে যায় তবে ধীরে ধীরে আদায়ের সুযোগ আছে।
-জামে তিরমিযী ১/২৭৯; আল মুহীতুল বুরহানী ৬/৩৫৩; বাদায়েউস সানায়ে ৪/২৪০; মাজমাউল আনহুর ২/২৭৬