Ramadan 1429 || September 2008

মুহাম্মদ আহমদ - ঢাকা

১৩৯৩. Question

আমার একটি মূল্যবান ঘড়ি হারিয়ে যায়। এক প্রতিবেশী তা পেয়ে আমাকে ফেরৎ দেয়। আমি খুশি হয়ে তাকে একটি কলম উপহার দিয়েছি। প্রশ্ন হল, হারানো বস্ত্তর সন্ধানদাতাকে উপহার দেওয়া কি বৈধ?

Answer

হাঁ, হারানো বস্ত্তর সন্ধানদাতাকে উপহার দেওয়া জায়েয এবং শরীয়তের দৃষ্টিতে তা পছন্দনীয় কাজ।

-আলবাহরুর রায়েক ৫/১৫৪; মাবসূতে সারাখসী ১১/১৯; রদ্দুল মুহতার ৪/২৮০

Read more Question/Answer of this issue