মুহাম্মদ ওমর ফারুক - ঢাকা
১৩৯২. Question
আমার পিতা এক মাস বেহুশ থাকার পর ইন্তেকাল করেন। প্রশ্ন হল, বেহুশ অবস্থায় তার যে নামাযগুলো কাযা হয়েছে তার ফিদয়া দেওয়া জরুরি কি না?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার পিতার উপর ঐ এক মাসের নামায ফরয ছিল না। কারণ ছয় ওয়াক্ত বা তার বেশি সময় বেহুশ থাকলে এ সময়ের নামায মাফ হয়ে যায়। তাই এর কাযা করা বা ফিদ্য়া দেওয়া কিছুই লাগবে না।
-ইবনে আবী শায়বা ৩/৪৩৫; ইলাউস সুনান ৭/২১৯; আলমুহীতুল বুরহানী ২/৩২; হেদায়া ১/১৬২