Ramadan 1429 || September 2008

মুহাম্মদ কামরুল হাসান - দৌলতপুর, খুলনা

১৩৮৯. Question

আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে একটি বায়েন তালাক দিয়েছে সে এর আগে একে কোনো তালাক দেয়নি, এটিই প্রথম। এখন তারা দুজনেই অনুতপ্ত। তারা আবার একসাথে থাকতে চায়। এখন প্রশ্ন হল, তারা কি ইদ্দতের ভিতরেই বিয়ে করতে পারবে? নাকি ইদ্দতের পর বিয়ে করতে হবে? দ্বিতীয়ত বিবাহের পরে কি নতুন করে মহর দিতে হবে নাকি পূর্বের মহরই যথেষ্ট হবে?

Answer

প্রশ্নোক্ত অবস্থায় তারা ইদ্দতের ভিতরেও নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে। আর এ বিবাহে নতুন করে মহর ধার্য করতে হবে। পূর্বের মহর যথেষ্ট হবে না।

-হেদায়া ২/৩৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭২; আলবাহরুর রায়েক ৪/৫৬, আদ্দুররুল মুখতার ৩/১০২, ৪০৯

Read more Question/Answer of this issue