Ramadan 1429 || September 2008

মুহাম্মদ নজির আহমদ - শনির আখড়া, ঢাকা

১৩৮৮. Question

এক ব্যক্তির পিতা উপার্জনে অক্ষম হয়ে গেছে। সে তার একমাত্র ছেলেকে সমুদয় সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। এই ছেলে ব্যতিত তার অন্য কোনো সন্তানও নাই। এখন সে সম্পূর্ণরূপে ছেলের উপর নির্ভরশীল।

এখন প্রশ্ন হল, এমতাবস্থায় ছেলের উপর পিতার সদকায়ে ফিতর ওয়াজিব হবে কি না?

Answer

পিতা ছেলের উপর নির্ভরশীল হলেও ছেলের সম্পদ থেকে পিতার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হবে না। বরং পিতার মালিকানায় নেসাব পরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকলে পিতার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। অন্যথায় নয়।

-আলমুহীতুল বুরহানী ৩/৩৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৩; ফাতাওয়া খানিয়া ১/২২৮; আল এখতিয়ার ১/১৩১; রদ্দুল মুহতার ২/৩৬৩

Read more Question/Answer of this issue