Shaban-Ramadan 1429 || August 2008

আবদুল্লাহ - ঢাকা

১৩৮৫. Question

আসসালামু আলাইকুম ওয়ারাহ্মাতুল্লাহি ওয়াবারাকাতুহএর পরে ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ইত্যাদি বৃদ্ধি করে বলার হুকুম কী? ওয়াবারাকাতুহএর পরে কি কোনো বাক্য বৃদ্ধি করে বলা প্রমাণিত?

Answer

সালাম ও তার উত্তর ওয়াবারাকাতুহ পর্যন্ত বলাই সুন্নত। একাধিক সহীহ হাদীস ও সাহাবায়ে কেরামের আছার দ্বারা এতটুকু বলা এবং এর বেশি না বলা প্রমাণিত। তবে কোনো কোনো দুর্বল বর্ণনায় ওয়াবারাকাতুহএর পরে ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ইত্যাদি শব্দ বৃদ্ধির কথাও পাওয়া যায়। তাই কেউ কোনো সময় এগুলোর কোনোটি বাড়িয়ে বললে নাজায়েয বা বিদআত হবে না। তবে এমন না বলাই শ্রেয়।

-তবারানী (আওসাত) ১/৪৩৭; মাজমাউয যাওয়ায়েদ ৮/৭০; মুআত্তা মালেক ৩৭৯; তাফসীরে ইবনে কাসীর ১/৫৮৩; ফাতহুল বারী ১১/৮; আদাবুল মুফরাদ হাদীস ১০১৬; আওজাযুল মাসালিক ১৫/১০১

Read more Question/Answer of this issue