Ramadan 1429 || September 2008

আবদুল মান্নান - চান্দিনা

১৩৮৩. Question

আমি রমযান মাসের এক রাত্রে সাহরীর শেষ সময়ের পাঁচ মিনিট আগে ঘুম থেকে জেগেছি। অল্প সময় বাকি থাকায় খানা খাওয়ার পরিবর্তে তিন গ্লাস পানি পান করি। জানতে চাই, সাহরী খাওয়ার সুন্নত আদায় হয়েছে কি না?

Answer

হ্যাঁ, সাহরীর সুন্নত আদায় হয়েছে। শুধু পানি পান করলেও সাহরীর সুন্নত আদায় হয়। হাদীস শরীফে এসেছে, সাহরী বরকতময় খানা। এক ঢোক পানি পান করে হলেও তা গ্রহণ কর। কেননা যারা সাহরী খায় তাদের উপর আল্লাহর রহমত নাযিল হয় এবং ফেরেশতাগণ তাদের জন্য দুআ করেন।
 

-মুসনাদে আহমদ ৩/১২; আলবাহরুর রায়েক ২/২৯২

Read more Question/Answer of this issue