Ramadan 1429 || September 2008

মুহাম্মদ ইকবাল ছগীর - শাহরাস্তি, চাঁদপুর

১৩৮২. Question

জনৈক ব্যক্তি রমযান মাসে দিনের বেলায় সফর করার ইচ্ছা করে। তাই সে সফরে রোযা রাখলে কষ্ট  হবে ভেবে এবং সফরকালে রোযা না রাখার সুযোগ আছে বলে ঐ দিনের রোযার নিয়ত না করে সকাল বেলায় পানাহার করে সফরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এখন আমার প্রশ্ন হল, এভাবে সফর শুরুর পূর্ব  থেকে রোযা না রাখা তার জন্য বৈধ হয়েছে কি না? আর এ অবস্থায় তার উপর কাযা, কাফফারা উভয়টিই ওয়াজিব হবে নাকি শুধু কাযা করা ওয়াজিব হবে?

Answer

প্রশ্নোক্ত ব্যক্তির রোযা না রাখাটা বৈধ হয়নি। এজন্য তাকে ইস্তিগফার করতে হবে। কেননা সফরের কারণে রোযা না রাখার সুযোগ ঐ সময় প্রযোজ্য হবে যখন দিনের শুরু অর্থাৎ সুবহে সাদিকের শুরুতেই মুসাফির থাকে। আর এক্ষেত্রে যেহেতু সে রোযার নিয়তই করেনি তাই রোযাটি না রাখার কারণে তার উপর কাফফারা আসবে না। শুধু কাযা করতে হবে।

-আলবাহরুর রায়েক ২/২৯১; আননাহরুল ফায়েক ২/২৭; হেদায়া-ফাতহুল কাদীর ২/২৮৮

Read more Question/Answer of this issue