Ramadan 1429 || September 2008

মুহাম্মদ মুকাররম হুসাইন - মগবাজার, ঢাকা

১৩৭৯. Question

আমাদের গ্রামের এক কৃষক আমার আববার কাছ থেকে কৃষিকাজের জন্য ষোল হাজার টাকা ঋণ নিয়েছিলেন।  যখন ফসল হয় তখন তিনি ফোন করে জানান যে, আমার কাছে নগদ টাকা নেই, আপনি ইচ্ছা করলে বর্তমান বাজার দরে ষোল হাজার টাকার ধান নিয়ে যান। এখন জানার বিষয় হল, আমার আববার জন্য টাকা না নিয়ে ধান নেওয়া জায়েয হবে কি না?

Answer

হ্যাঁ, প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু ঋণ গ্রহণের সময় উভয় পক্ষের কর্যে হাসানা আদান-প্রদানই উদ্দেশ্য ছিল, পরবর্তীতে টাকার পরিবর্তে ধান নেয়ার শর্ত ছিলনা; বরং টাকাই নেয়ার কথা ছিল তাই এখন  আপনার আববা পাওনা টাকার পরিবর্তে ধান গ্রহণ করতে পারবেন।

-বাদায়েউস সানায়ে ৪/৩৯৯; আদ্দুররুল মুখতার ৪/৫১৭

Read more Question/Answer of this issue