Ramadan 1429 || September 2008

মুহাম্মদ শাহাদাত হুসাইন - মিরপুর, ঢাকা

১৩৭৮. Question

ভুলবশত বিতর নামাযে দুআয়ে কুনূত জোরে পড়ার দ্বারা সাহু সিজদা ওয়াজিব হবে কি না? আমাদের মহল্লার ইমাম সাহেব বলেছেন, সাহু সিজদা করতে হবে না। উক্ত ইমাম সাহেবের কথা কতটুকু সঠিক জানালে উপকৃত হব।

Answer

দুআ কুনূত আস্তে পড়া মুস্তাহাব। জোরে পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না।

-আলবাহরুর রায়েক ২/৯৭; তাহতাবী আলাল মারাকী ২৫১; রদ্দুল মুহতার ২/৮২

Read more Question/Answer of this issue