মুহাম্মদ ফারুক হুসাইন - দিনাজপুর
১৩৭৭. Question
আমরা জানি, মাহরামের সম্মুখে মহিলাদের পূর্ণ শরীর ঢেকে রাখা জরুরি নয়। কিন্তু ঘরে মাহরাম থাকাকালীন নামায পড়লে পূর্ণ শরীর ঢাকা জরুরি কি না? জানিয়ে বাধিত করবেন।
Answer
নামাযে শরীর ঢাকার মাসআলা ভিন্ন। অন্য কেউ সামনে থাকা না থাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে মাসআলা হল, মহিলাদের জন্য নামাযের সময় চেহারা, কব্জি পর্যন্ত উভয় হাত এবং উভয় পা টাখনু গিরা পর্যন্ত খুলে রাখা জায়েয। এছাড়া অবশিষ্ট পুরো শরীর ঢেকে রাখা জরুরি। আর পায়ের পাতা ঢেকে রাখা উত্তম।
নামায অবস্থায় উপরোক্ত নিয়মে শরীর ঢেকে রাখা মহিলাদের জন্য সর্বদা পালনীয় বিষয়। চাই নামায নির্জনে পড়া হোক বা মাহরামের সামনে পড়া হোক।
-আলমুহীতুল বুরহানী ২/১৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪১৪; আদ্দুররুল মুখতার ১/৪০৪-৪০৫