Ramadan 1429 || September 2008

মুহাম্মদ আবু আইয়ুব - মোমেনশাহী

১৩৭৩. Question

পুরুষের জন্য রূপা ছাড়া অন্যান্য ধাতু যথা : লোহা, তামা, পিতল ও অষ্টধাতুর আংটি ব্যবহার করার হুকুম কী? এবং এ ক্ষেত্রে মহিলাদের হুকুম কি পুরুষদের থেকে স্বতন্ত্র নাকি একই?

Answer

পুরুষের জন্য নির্দিষ্ট পরিমাণ (এক মিছকাল, যা প্রায় সাড়ে চার গ্রাম) রূপার আংটি ব্যবহার করা জায়েয। আর স্বর্ণের ব্যবহার একেবারে নাজায়েয। এছাড়া অন্যান্য ধাতুর আংটি পুরুষ মহিলা উভয়ের জন্যই মাকরূহ। মহিলার জন্য স্বর্ণ-রূপার অলংকার ব্যবহার করা জায়েয। তাদের জন্য এক্ষেত্রে কোনে বিশেষ পরিমাণ নির্ধারিত নেই।

-সুনানে আবু দাউদ ২/৫৮০; আলমুহীতুল বুরহানী ৮/৪৮, ৪৯; বাদায়েউস সানায়ে ৪/৩১৭; আল বাহরুর রায়েক ৮/১৯৯

Read more Question/Answer of this issue