Ramadan 1429 || September 2008

মুহাম্মদ আতীকুর রহমান - খুশবু বিরানি হাউস <br> ১৮/২ বাবু বাজার, ঢাকা-১১০০

১৩৭০. Question

হাদীস বলার ক্ষেত্রে তাহকীক করা কি রকম ফরয?

Answer

হাদীস বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ফরযে আইন। যে কেউ হাদীস বর্ণনা করার আগ্রহ পোষণ করবে তার উপর প্রথম ফরয হল সে শুরুতেই যারা জানে তাদের থেকে নিশ্চিত হয়ে নেবে যে, যে বিষয়টি সে হাদীস হিসাবে বর্ণনা করতে চাচ্ছে তা বাস্তবেই হাদীস কি না; যদি হাদীস হয় তবে তা পূর্ণ সতর্কতার সাথে বর্ণনা করবে যাতে নিজের পক্ষ থেকে তাতে কোনো বৃদ্ধি না ঘটে।

Read more Question/Answer of this issue