মুহাম্মদ সাজ্জাদ হুসাইন - উত্তরা, ঢাকা
১৩৬৯. Question
আমি একটি হাউজিং সোসাইটিকে একটি জমি কেনা বাবদ কিছু টাকা পরিশোধ করেছিলাম। কিন্তু কোম্পানীটি বর্তমানে আমাকে জমি দিতে পারছে না বিধায় আমার প্রদত্ত টাকা আমাকে ফেরত দিয়েছে। চেকের মাধ্যমে টাকা ফেরত দিয়েছে। জুন ও জুলাই ২০০৮ এর চেক বিধায়, এখনও চেক ভাঙ্গানো সম্ভব হয়নি।
আমার প্রশ্ন হল যে, ফেরত দেওয়া এই টাকার উপর কি আমাকে বিগত বৎসরগুলোর জন্য যাকাত আদায় করতে হবে কি না? কোম্পানিকে গত সাত/আট বৎসর আগ থেকে কিস্তিতে টাকা দেওয়া হয়েছিল। এ জমিটিতেও বাসস্থান তৈরি করার নিয়ত ছিল।
Answer
কোম্পানি থেকে ফেরত দেয়া এ টাকার উপর আপনাকে বিগত বছরসমূহের যাকাত আদায় করতে হবে না; বরং তা হাতে পাওয়ার পর থেকেই যাকাতের হিসাব ধর্তব্য হবে।
-আলবাহরুর রায়েক ২/২০৯; আদ্দুররুল মুখতার ২/২৭২