Ramadan 1429 || September 2008

মুহাম্মদ অলিউল্লাহ - কচুয়া, চাঁদপুর

১৩৬৬. Question

কোনো রোযাদার বিমানে দূরদেশে সফর করল। গন্তব্যে পৌঁছে দেখল, যে দেশ থেকে সফর করেছে তার তুলনায় বেশ আগে বা পরে প্রায় এক-দুঘন্টা ব্যবধানে ইফতারের সময় হয়। এখন তার করণীয় কী?

Answer

যে দেশ বা যেখানে অবস্থান করবে সেখানের সূর্যাস্তের হিসেবেই ইফতার করতে হবে।

-রদ্দুল মুহতার ২/৩৭১

Read more Question/Answer of this issue