Shawal 1429 || October 2008

আরেফীন - মাগুরা

১৪৩৬. Question

হুজুর! আমি গার্মেন্টস পোশাক সেলাই করে দেই। পার্টি মাল কিনে সাইজ বলে দেয়। আমি লোক দিয়ে সেলাই করে দেই। এ বাবদ প্রায় ৫০ হাজার টাকা আমার পাওনা আছে।

জানতে চাই, এই টাকার যাকাত দিতে হবে কি না? বিল পরিশোধের তারিখ বিগত হয়ে গেছে।

Answer

পারিশ্রমিক হস্তগত হওয়ার আগে তার উপর যাকাত ফরয হয় না।  তাই ঐ ৫০ হাজার টাকা হস্তগত হওয়ার আগে তার যাকাত ফরয হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৫; বাদায়েউস সানায়ে ২/৯০; রদ্দুল মুহতার ২/৩০৫,৩০৬

Read more Question/Answer of this issue