কবীর আহমদ - চাঁদপুর
১৪৩৫. Question
আমার বাবা গত ডিসেম্বরে ইন্তেকাল করেন। আমরা তার থেকে ৫০,০০০/- টাকা করে নগদ ক্যাশ মীরাস পেয়েছি। এখন এই রমযানে কি আমি আমার অংশের যাকাত দিতে পারব? কেউ কেউ বলছে, যেহেতু যাকাতের বর্ষ এখনও শেষ হয়নি তাই যাকাত দেওয়া যাবে না। সঠিক সমাধান জানতে চাই।
Answer
হাঁ, এই রমযানেও আপনি ঐ টাকার অগ্রীম যাকাত আদায় করতে পারবেন।
-ফাতহুল কাদীর ২/১৫৪; আলবাহরুর রায়েক ২/২২৪; বাদায়েউস সানায়ে ২/১৬৪; আদ্দুররুল মুখতার ২/২৯৩