Shawal 1429 || October 2008

মাওলানা এনায়েতুল্লাহ - মদীনা মুনাওয়ারা

১৪৩৩. Question

জনৈক বাংলাদেশী ব্যক্তি উমরা করে মদীনা মুনাওয়ারা গেছে। ফেরার পথে ইহরাম না বেঁধে মক্কায় ঢুকে গেছে। পরে ভুল বুঝতে পেরে মসজিদে আয়শা থেকে পুনরায় উমরার ইহরাম করেছে। এখন যদি সে এই ইহরামে উমরা করে নেয় তাহলে উক্ত ভুলের ক্ষতি পূরণ হবে কি? নাহলে কী করতে হবে? দম আদায় করতে হবে কি না? দম দিতে হলে কোথায় দিবে? দেশে এসে দিতে পারবে কি না?

Answer

ঐ ব্যক্তি যদি মীকাতে ফিরে না যায়; বরং এ ইহরাম দ্বারাই উমরা আদায় করে নেয় তাহলে তার উপর দম দেওয়া জরুরি হয়ে যাবে। এই দম হেরেমের ভিতরই যবেহ করতে হবে। হেরেমের এলাকার বাইরে বা দেশে দম দিলে আদায় হবে না। অবশ্য লোকটি যদি মসজিদে আয়শা থেকে যে ইহরাম করেছে এরপর উমরা না করে থাকে; বরং মীকাতে ফিরে যায় এবং সেখানে তালবিয়া পড়ে আসে তাহলে দম দিতে হবে না। 

-মানাসিক মোল্লা আলী কারী ৮৪-৮৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৩; আলবাহরুর রায়েক ৩/৪৮,১৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৭৫; ফাতহুল কাদীর ২/৪৫২

Read more Question/Answer of this issue