Shawal 1429 || October 2008

খায়রুল ইসলাম - ময়মনসিংহ

১৪৩২. Question

কাকরাইল থেকে আমাদের জামাত রাজশাহী জেলা শহরে পাঠায়। সিটিতে আমরা ১৫ দিন অবস্থানের নিয়ত করে মুকীমের ন্যায় নামায শুরু করি। ৯-১০ দিন পর জরুরি তাকাযা সামনে নিয়ে জামাত শহরের বাইরে চলে যায়। যে এলাকায় গেছে তা সফরের দূরত্ব হয় না। এখন ঐ এলাকায় আমরা মুকীম না মুসাফির?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ এলাকায় আপনারা মুকীম গণ্য হবেন। কারণ রাজশাহী শহরে আপনারা মুকীম ছিলেন। সেখান থেকে বর্তমান অবস্থান স্থল সফরসম দূরত্বে নয়।

-ফাতাওয়া তাতারখানিয়া ২/২০; রদ্দুল মুহতার ২/১৩২

Read more Question/Answer of this issue