Shawal 1429 || October 2008

আরমান - উত্তরা, ঢাকা

১৪৩১. Question

আমার দাদির চোখের জটিল রোগ আছে। ডাক্তার নিয়মিত এক ঘন্টা অন্তর ড্রপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এখন তিনি রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে পারবেন কি না?

Answer

চোখে ড্রপ ব্যবহার করলে রোযা ভাঙ্গে না। তাই আপনার দাদি রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে পারবেন। এতে রোযার কোনো ক্ষতি হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩; সুনানে আবু দাউদ ৩২৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩

Read more Question/Answer of this issue