Shawal 1429 || October 2008

উম্মে আব্দুল্লাহ - ঢাকা

১৪২৮. Question

কেউ যদি পুরো নামাযে বায়ু চেপে নামায পড়ে তাহলে নামায হবে কি? কারণ কখনও কখনও তার এক ওয়াক্ত নামাযে তিন/চারবার ওযু করার পরও নামায পড়তে কষ্ট হয়।

Answer

বায়ু চেপে রেখে নামায পড়া মাকরূহ। তবে কেউ এভাবে নামায পড়ে নিলে নামায হয়ে যাবে। আর আপনার যেহেতু গ্যাসের সমস্যা তাই বায়ু চেপে রেখে নামায পড়া আপনার জন্য মাকরূহ হবে না।

-মারাকিল ফালাহ ১৯৭-৮০; আলবাহরুর রায়েক ২/৩৩; রদ্দুল মুহতার ১/৩০৭, ৬৪১

Read more Question/Answer of this issue