Shawal 1429 || October 2008

রাবেয়া আক্তার - উত্তর মুগদা, ঢাকা

১৪২৭. Question

গত বছর এক সময় আমার শরীরে অনেক ফোঁড়া হয়েছিল। প্রায় দুমাস যাবৎ এই অসুস্থতা ছিল। এ সময় শরীরের বিভিন্ন স্থানে নতুন ফোঁড়া উঠে, আবার কোনো কোনো ফোঁড়া গলে যায়। কখনও কখনও নামাযরত অবস্থায়ও কোনো ফোঁড়া গলেছে। কিন্তু আমি তখন তা টের পাইনি। পরে কাপড়ে রক্ত বা পুঁজের দাগ দেখেছি। আমার সে নামায হয়েছে কি না? না হলে কয় ওয়াক্তের কাযা করতে হবে। জানালে উপকৃত হব।

Answer

যেই নামাযের পর কাপড়ে বা শরীরে ফোঁড়ার রক্ত দেখতে পেয়েছেন শুধু সেই নামাযই কাযা করে নিতে হবে। এছাড়া অন্যান্য ওয়াক্তের নামায দোহরাতে হবে না। তা শুদ্ধ হয়েছে বলে গণ্য হবে।

-মাবসূতে সারাখসী ১/৫৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১১; রদ্দুল মুহতার ১/২২০

Read more Question/Answer of this issue