Shawal 1429 || October 2008

নাম প্রকাশে অনিচ্ছুক - হাটহাজারী, চট্টগ্রাম

১৪২৫. Question

আমার ফুফু মারা যাওয়ার পর তার এক ছেলেকে আমার বাবা আমাদের বাসায় নিয়ে আসেন এবং তাকে লালন-পালন করেন। এই ফুপাত ভাই আমাদের বাসায় থাকা অবস্থায় আমার এক খালা মানে আপন ছোট খালাও কি কাজে আমাদের বাসায় কয়েক মাস ছিলেন। তো তারা উভয়ে আমাদের এখানে থাকার ফলে উভয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। আমি এবং আমার আববা এবং পরিবারের সবাই আমরা জানি যে, তাদের বিবাহটা সহীহ হয়েছে। কারণ আমি ফতোয়ার কিতাব ফাতাওয়ায়ে রাহমানিয়ায় এ সম্পর্কে পড়েছিলাম। কিন্তু আমার আববা সামাজিক প্রতিবন্ধকতা এবং তার সম্মানহানির কারণে তাদের উভয়ের সাথে সম্পর্কচ্ছেদ করতে চাচ্ছেন। আমার আববার কথা হচ্ছে আমি যাকে শ্বাশুড়ি ডাকি আমার ভাগ্নেও তাকে শ্বাশুড়ি ডাকবে? উল্লেখ্য যে, তাদের সংসারে একটা সন্তানও আছে।

Answer

প্রশ্নের বর্ণনামতে তাদের বিবাহ শুদ্ধ হয়েছে। তারা এখন বৈধ স্বামী-স্ত্রী। সুতরাং প্রশ্নোক্ত কারণে তাদের মাঝে বিচ্ছেদ ঘটানো বা বিচ্ছেদের জন্য চাপ সৃষ্টি করা জায়েয হবে না। কেননা বিবাহ বিচ্ছেদের জন্য প্রশ্নে উল্লেখিত বিষয়টি কোনো কারণই নয়। এটা কেবল ধোঁকা। এখানে লজ্জার কিছুই নেই। সুতরাং এ কারণে উক্ত দম্পতির মাঝে বিচ্ছেদ ঘটালে তাদের উপর জুলুম করা হবে, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ।

-সূরা নিসা ২৩-২৪; বাদায়েউস সানায়ে ২/৫২৯; আলবাহরুর রায়েক ৩/৯২

Read more Question/Answer of this issue