Shawal 1429 || October 2008

শরীফ হোসাইন - আদমজী

১৪২৪. Question

নাবালেগ বাচ্চা তার মাল খরচ করার ব্যাপারে অন্য কাউকে উকিল বানাতে পারবে কি না?

Answer

বুঝমান নাবালেগ বাচ্চা যে লেনদেন ও জমা-খরচ সংক্রান্ত ভালো-মন্দের জ্ঞান রাখে সে নিজের প্রয়োজন ও কল্যাণে স্বীয় মাল খরচ করার জন্য অন্যকে উকিল বানাতে পারবে এবং তা কার্যকরও হবে। কিন্তু যে নাবালেগের এমন জ্ঞান  নেই তার ওয়াকালাত (প্রতিনিধিত্ব) কার্যকরী হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ৩/৩৫২; জামে আহকামুস সিগার ১/২৬৪; ফাতহুল কাদীর ৬/৫৬৩; আলমুহীতুল বুরহানী ১৪/৪৪১

Read more Question/Answer of this issue