Shawal 1429 || October 2008

আলআমীন - বরিশাল

১৪২৩. Question

আমাদের বাড়ি থেকে ঢাকার দূরত্ব প্রায় ১০০ মাইল। আর কুমিল্লা ২৫ মাইল। আমি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে পথে মুসাফির থাকব। কিন্তু আমি বাড়ি থেকেই এ নিয়্যত করেছি যে, ঢাকা যাওয়ার সময় কুমিল্লা এসে একদিন অথবা কিছু সময় অবস্থান করব।

প্রশ্ন হল, আমি কুমিল্লায় থাকাবস্থায় মুসাফিরের নামায আদায় করব নাকি মুকীমের নামায?

Answer

প্রশ্নোক্ত অবস্থায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কুমিল্লায় ১ দিন অথবা কিছু সময় (১৫ দিনের কম) অবস্থানের নিয়্যত করলেও সেখানে এবং পথিমধ্যে আপনি মুসাফির থাকবেন। কেননা এখানে অবস্থানও সফরের অংশ।

-ফাতাওয়া তাতারখানিয়া ২/৬; শরহুল মুনিয়া পৃ. ৫৩৯; বাদায়েউস সানায়ে ১/২৭০ ও ২৮১; হেদায়া ১/১৬৬

Read more Question/Answer of this issue