Shawal 1429 || October 2008

মুহাম্মদ আরমান - ময়মনসিংহ

১৪২২. Question

আমি এক বছর আগে হজ্ব করতে যাই। আমাদের হজ্ব ফ্লাইট মক্কায় পৌঁছল ৭ জিলহজ্ব। আমরা উমরার কাজ সেরেই পরদিন মিনায় পৌঁছলাম। কাজ শেষে সেখানে কুরবানী করি বিধায় আমার পক্ষ থেকে দেশে কুরবানী করা হয়নি। দেশে আসার পর একজন আলেমের কাছে শুনতে পেলাম, সামর্থ্যবান ব্যক্তির উপর উভয় স্থানেই (দেশে ও সৌদি আরবে) কুরবানী করতে হয়।

এখন আমার প্রশ্ন হল, আসলেই কি আমার উপর দুই জায়গায় কুরবানী করা ওয়াজিব ছিল? নাকি এক জায়গায় কুরবানী করার দ্বারাই আমার দায়িত্ব আদায় হয়েছে?

Answer

কুরবানী ওয়াজিব হওয়ার একটি শর্ত হল মুকীম হওয়া। প্রশ্নের বিবরণ এবং মৌখিক বক্তব্য অনুযায়ী আপনি যেহেতু কুরবানীর দিনগুলোতে মুসাফির ছিলেন তাই ঐ বছর আপনার উপর কুরবানী ওয়াজিব ছিল না। আপনি সেখানে যে কুরবানী আদায় করেছেন তা হজ্বের কুরবানী যাকে দমে শোকর বলা হয়। তামাত্তু ও কিরানকারীর উপর এই কুরবানী ওয়াজিব। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর সেখানে বা দেশে আরেকটি কুরবানী করা ওয়াজিব ছিল না।

-মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩৮২; সুনানে ইবনে মাজাহ পৃ. ২২৬; ইলাউস সুনান ১৭/২১২; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯২; ফাতাওয়া খানিয়া ৩/৩৪৬; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩০৯

Read more Question/Answer of this issue