Shawal 1429 || October 2008

আবদুল্লাহ - গেন্ডারিয়া, ঢাকা

১৪২১. Question

আমার এক বন্ধু এই বলে মান্নত করেছে যে, আমি এক রাত মসজিদে ইতেকাফ করব। এভাবে মান্নত করায় তার উপর কি তা পূর্ণ করা জরুরি। একজন আলেম এ কথা শুনে বললেন, শুধু রাতের ইতিকাফের মান্নত করলে মান্নত হয় না। জানতে চাই, উক্ত আলেমের বক্তব্য কি সঠিক?

Answer

হাঁ, উক্ত আলেম ঠিক বলেছেন। শুধু রাতের ইতিকাফের নিয়ত করলে তা মান্নত হয় না। তবে কোনো নেক কাজের নিয়ত করলে তা পূরণ করে নেওয়াই ভালো।

-মুস্তাদরাকে হাকেম ১৬৪৭; বাদায়েউস সানায়ে ২/২৭৬; ফাতহুল কাদীর ২/৩১৫

Read more Question/Answer of this issue