Shawal 1429 || October 2008

মুহাম্মাদ ইরফান - কুমিল্লা

১৪২০. Question

নফল নামাযে সিজদা অবস্থায় কোনো ধরনের দুআ করা জায়েয আছে কি না? এক আলেমের মুখে শুনেছি যে, নফল নামাযে সিজদা অবস্থায় বাংলাতেও দুআ করা জায়েয আছে। তার এ কথা কতটুকু সঠিক?

Answer

নফল নামাযে সিজদা অবস্থায় কুরআন-হাদীসে বর্ণিত দুআসমূহ পড়া জায়েয আছে। কিন্তু বাংলা ভাষায় কিংবা অনারবী ভাষায় দুআ করা মাকরূহ।

-আননাহরুল ফায়েক ১/২২৪; ফাতাওয়া খানিয়া ১/৮৬; আসসিআয়াহ ২/২৪৫; আদ্দুররুল মুখতার ১/৫২১

Read more Question/Answer of this issue