Shawal 1429 || October 2008

মুহাম্মাদ আহসানুল্লাহ - গাজীপুর

১৪১৯. Question

এক ব্যক্তির যিম্মায় বিশ ওয়াক্ত নামায কাযা ছিল। ধীরে ধীরে সে তা আদায় করতে থাকে এবং এক পর্যায়ে পাঁচ ওয়াক্ত নামায বাকি থাকে। জানার বিষয় হল, উক্ত পাঁচ ওয়াক্ত নামাযে কি তারতীব রক্ষা করা ওয়াজিব?

Answer

না, এক্ষেত্রে তারতীব ওয়াজিব হবে না। তবে কাযা নামায যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়াই ভালো।

-শরহুল মুনিয়্যাহ ৫৩৩; আলমুহীতুল বুরহানী ২/৩৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৩; আদ্দুররুল মুখতার ২/৭০

Read more Question/Answer of this issue