Shawal 1429 || October 2008

মারূফ হাসান - নারায়ণগঞ্জ

১৪১৭. Question

তাকবীরে তাহরীমার ক্ষেত্রে হাত উঠিয়ে এরপর তাকবীর বলবে নাকি হাত বেঁধে তারপর তাকবীর বলবে? সহীহ পদ্ধতি কোনটি?

Answer

তাকবীরে তাহরীমা বলার নিয়ম হল, প্রথমে উভয় হাত কান পর্যন্ত উঠাবে এরপর তাকবীর বলবে। হাত বাঁধার পর তাকবীর বলা নিয়মসম্মত নয়।

-আসসিআয়াহ ২/১৪৯; শরহুল মুনিয়্যাহ ২৯৮; আলবাহরুর রায়েক ১/৩০৫; আদ্দুররুল মুখতার ১/৪৮৩

Read more Question/Answer of this issue