Shawal 1429 || October 2008

ফখরুদ্দীন আহমদ - আদমজী

১৪১৩. Question

অনেক মহিলার স্বামী মারা যাওয়ার পর শোক পালন করা অবস্থায় কান ও গলার অলংকার খুলে ফেলেন। কিন্তু নাকফুল খুলেন না। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসা করা হলে বলে নাকফুল খুলতে হয় না। আমি জানতে চাই, নাকফুল না খুললে গুনাহ হবে কি না?

Answer

স্বামীর মৃত্যুর পর ইদ্দত অবস্থায় সর্বপ্রকার অলংকার ব্যবহার করা নাজায়েয। সুতরাং নাকফুল ব্যবহার করাও জায়েয নয়। তাই এ সময় নাকফুলও খুলে রাখতে হবে। অবশ্য ইদ্দত শেষ হয়ে গেলে সব ধরনের অলংকার পরতে পারবে।

-আলবাহরুর রায়েক ৩/১৫০; ফাতহুল কাদীর ৪/১৬১; ফাতাওয়া খানিয়া ১/৫৫৪; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৭২

Read more Question/Answer of this issue