Shawal 1429 || October 2008

মুহাম্মাদ মিজানুর রহমান - ঢালকানগর, ঢাকা

১৪১২. Question

যোহরের সুন্নত শুরু করার পর জামাত দাড়িয়ে গেলে সুন্নত পড়ে জামাতে শরিক হবে? নাকি দুরাকাত পড়ে জামাতে শরিক হবে?

Answer

প্রশ্নোক্ত বিষয়ে ফুকাহায়ে কেরামের দুধরনের বক্তব্য রয়েছে। তবে প্রমাণাদির আলোকে সর্বাধিক গ্রহণযোগ্য বক্তব্য হল, দুরাকাত শেষ করেই জামাতে শরিক হয়ে যাবে। তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে না। তবে তৃতীয় রাকাতের জন্য দাড়িয়ে গেলে চার রাকাত পূর্ণ করে জামাতে শরিক হবে।

-মাবসূতে সারাখসী ১/১৫৯; শরহুল মুনিয়্যাহ ৩৯৪; আলবাহরুর রায়েক ১/৩৩৭; রদ্দুল মুহতার ২/১৬

Read more Question/Answer of this issue