Shawal 1429 || October 2008

মুহাম্মাদ মাহবুবুল আলম - হাজারীবাগ, ঢাকা

১৪১০. Question

জনৈক ইমাম সাহেব বিতর নামাযে ভুলে দুআয়ে কুনূত না পড়ে রুকুতে চলে যান। পরে পিছন থেকে মুক্তাদীগণ আল্লাহু আকবার বলে লোকমা দিলে তিনি রুকু থেকে ফিরে এসে দুআয়ে কুনূত পড়েন। অতঃপর আবার রুকু করেন এবং সাহু সিজদা করেন নামায শেষ করেন। এখন আমার প্রশ্ন হল, এই অবস্থায় নামায সহীহ হয়েছে কি না?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা করার দ্বারা নামায সহীহ হয়েছে। তবে রুকু থেকে ফিরে আসা নিয়ম পরিপন্থী হয়েছে। দুআয়ে কুনূত না পড়ে রুকুতে চলে গেলে নিয়ম হল, দুআয়ে কুনূতের জন্য রুকু ছেড়ে ওঠে দাড়াবে না; বরং নামায শেষে সাহু সিজদা করবে। আর যদি নিয়মের খেলাফ করে দুআয়ে কুনূত পড়ার জন্য রুকু থেকে ওঠে দাড়ায় তাহলে দ্বিতীয় বার রুকু করার প্রয়োজন নেই। কেননা তার প্রথম রুকুই বহাল রয়েছে। অবশ্য যদি আবারও রুকু করে তবে নিয়মের খেলাফ হলেও নামায হয়ে যাবে। আর এক্ষেত্রেও সাহু সিজদা দিয়ে নামায শেষ করবে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; তাহতাবী আলালদ্দুর ১/১৮২; আদ্দুররুল মুখতার ২/৯

Read more Question/Answer of this issue