মুহাম্মাদ ইসমাঈল - ফেনী
১৪০৯. Question
শুক্রবার জুমআর নামাযের পূর্বে সফরের উদ্দেশ্যে শহর ত্যাগ করা জায়েয আছে কি না? এ অবস্থায় জুমআর নামায ছুটে গেলে কোনো গুনাহ হবে কি?
Answer
শুক্রবার জুমআর সময় হওয়ার আগে সফরের উদ্দেশ্যে নিজ এলাকা বা শহর ত্যাগ করা জায়েয। এমনিভাবে শহর থেকে বের হয়ে জুমআর জামাত পাওয়া যাবে বলে নিশ্চিত হলে জুমআর সময় হওয়ার পরও সফর করা জায়েয আছে।
আর বিশেষ ওযর থাকলে যেমন-চিকিৎসার প্রয়োজনে জুমআর সময় হওয়ার পরও সফর করা জায়েয আছে। যদিও জুমআর জামাত পাওয়াটা নিশ্চিত না হয়।
সুতরাং শরীয়তসম্মত কোনো ওযর ছাড়া জুমআর সময় হওয়ার পর সফরের উদ্দেশ্যে শহর থেকে বের হয় এবং রাস্তায় জুমআ পাওয়াটা নিশ্চিত না হয় তাহলে সে গুনাহগার হবে। বলাবাহুল্য যে, জুমআ ছুটে গেলে ওয়াক্তের মধ্যেই অবশ্যই যোহর পড়তে হবে।
-সুনানে কুবরা বায়হাকী ৩/১৮৭; ইলাউস সুনান ৮/৭৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২০৭; আল বাহরুর রায়েক ২/১০২; আদ্দুররুল মুখতার ২/১৬২