মাহবুবুর রহমান - ফরিদাবাদ
১৪০৭. Question
আমি একবার কুরআন শরীফ তেলাওয়াত করছিলাম। যখন সূরা ফাতহের আয়াতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ পড়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবার তেলাওয়াত শুরু করলাম। পাশের সাথী ভাই শুনে এভাবে পড়ার ব্যাপারে আপত্তি করে। তখন আমি বললাম, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম শুনলে দরূদ শরীফ পড়া ওয়াজিব। তিনি বললেন, তেলাওয়াত অবস্থায় পড়া ওয়াজিব নয়। কার কথা সঠিক জানতে চাই।
Answer
কুরআনুল কারীমে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম আসলে ঐ আয়াত তিলাওয়াত করার সময় দরূদ পড়া ওয়াজিব নয়; বরং তৎক্ষণাৎ না পড়ে তেলাওয়াতের শেষে দরূদ পড়ে নেওয়াই ভালো। এক্ষেত্রে রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামের পর দরূদ পড়ার জন্য তেলাওয়াতের ধারাবাহিকতা বন্ধ করে দেওয়া ঠিক হবে না। তদ্রূপ দরূদকে এভাবে মিলিয়ে পড়াও ঠিক নয় যে, একেবারে আয়াতের অংশ বুঝা যায়।
-আলমুহীতুল বুরহানী ৭/৫১০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩১৫; রদ্দুল মুহতার ১/৫১৯