Shawal 1429 || October 2008

আবদুল্লাহ - ঢাকা

১৪০৬. Question

নামাযে মহিলাদের মাথার দুচারটি চুল বের হয়ে গেলে কোনো অসুবিধা হবে কি? মহিলাদের মাথার চুলের কতটুকু অংশ বের হলে নামায নষ্ট হয়ে যাবে?

Answer

নামাযে মহিলাদের মাথার সমস্ত চুলের এক চতুর্থাংশ বা তার বেশি এক রোকন (অর্থাৎ তিনবার সুবহানা রাবিবআল আযীম বলা) পরিমাণ সময় অনাবৃত থাকলে নামায নষ্ট হয়ে যায়। দুচারটি চুল বের হয়ে গেলে নামায নষ্ট হয় না। তবে শুরু থেকে এভাবে পূর্ণ মাথা ঢেকে নামাযে দাড়াতে হবে যেন চুলের কোনো অংশই বের না হয়।

-আল মুহীতুল বুরহানী ২/১৫; ফাতহুল কাদীর ১/২২৬-২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪১৪; হিদায়া ১/৯৪

Read more Question/Answer of this issue