Shawal 1429 || October 2008

আকরাম হাসান - ফেনী

১৪০৫. Question

অনেকে রমযানে বিতরের পর বসে দুরাকাত নফল নামায আদায় করেন। জানতে চাই, বসে নামায পড়লে কতটুকু ঝুকে রুকু করতে হবে? কেউ কেউ বলেন, বসে রুকু আদায় করলে এ পরিমাণ ঝুঁকতে হবে যেন নিতম্ব উঁচু হয়ে যায়। একথা কতটুকু সঠিক?

Answer

বসে নামায আদায়ের ক্ষেত্রে রুকুর জন্য এ পরিমাণ ঝুকবে যেন কপাল হাটুদ্বয়ের বরাবর হয়ে যায়। এর চেয়ে বেশি ঝুকবে না। তাই রুকু সহীহ হওয়ার জন্য নিতম্ব উঁচু হতে হবে এই কথা ঠিক নয়।

-রদ্দুল মুহতার ১/৪৪৭; তাহতাবী আলাল মারাকী ১২৫

Read more Question/Answer of this issue