Shawal 1429 || October 2008

মাহমুদা ফেরদৌসী - কুড়িল বিশ্বরোড, ঢাকা

১৪০৪. Question

আমি একজন বিবাহিতা মহিলা। আমার পিতার বাড়ি শনির আখড়া। আমার  বিবাহ হয় নেত্রকোণা। তবে আমার স্বামী ঢাকায় চাকুরীরত থাকার কারণে আমি বিবাহের পর থেকেই স্বামীর সাথে গুলশান এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছি। অবশ্য ভবিষ্যতে আমরা স্থায়ীভাবে ঢাকাতেই থাকার ইচ্ছা রাখি এবং এজন্য আমার স্বামী ঢাকাতে জায়গাও কিনেছে। আর বর্তমানে নেত্রকোণায় থাকার আমাদের আর কোনো ইচ্ছা নেই। তবে নেত্রকোণার সাথে আমাদের নিয়মিত সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। আমার স্বামী সাধারণত তিন/চার মাস পর পর নেত্রকোণায় বেড়াতে যান। সেখানে তার জমি-জায়গা আছে। নিজের কোনো বাড়ী-ঘর নেই। সেখানে আত্মীয়-স্বজন থাকেন। আমিও এক বছর বা ছয় মাস অন্তর অন্তর স্বামীর সাথে শ্বশুরবাড়ি বেড়াতে যাই।

এখন প্রশ্ন হল, নেত্রকোণা এখনও আমার স্বামীর মূল বাড়ি বলে গণ্য হবে কি না? আর আমি স্বামীর সাথে বেড়াতে গেলে তার অনুসরণ করে নামায পূর্ণ পড়ব না কি ক্বসর পড়ব? উল্লেখ্য, আমার শাশুড়ি কখনও আমাদের এখানে থাকেন আবার কখনও নেত্রকোণায় অন্যান্য ছেলেদের সাথে থাকেন।

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্বামীর যেহেতু সেখানে নিজস্ব ঘরবাড়ি নেই এবং তিনি গ্রামের বাড়ি নেত্রকোণাতে বসবাসের নিয়ত সম্পূর্ণ ত্যাগ করেছেন তাই নেত্রকোণা তার স্থায়ী আবাসস্থল হিসেবে গণ্য হবে না। অতএব তিনি গ্রামের বাড়িতে ১৫ দিনের কম অবস্থানের নিয়ত করলে মুকীম হবেন না; বরং নামায কসর করবেন। আর আপনিও আপনার শ্বশুরবাড়িতে মুসাফির গণ্য হবেন।

-বাদায়েউস সানায়ে ১/২৮০; আলবাহরুর রায়েক ২/১৩৬; আলমুহীতুল বুরহানী ২/৪০২; আলকেফায়া ২/১৮

Read more Question/Answer of this issue