Shawal 1429 || October 2008

বিলকিস আক্তার শামীম - উত্তরা, ঢাকা

১৪০২. Question

আমাদের মসজিদে হাফেয সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করে তৎক্ষণাত সিজদা করেননি; বরং এরপর আরো চার/পাঁচ আয়াত পড়ে রুকু করেছেন এবং সিজদা দিয়ে যথারীতি নামায শেষ করেন। এখন করণীয় কী? সিজদা আদায় হয়েছে কি না? শুনেছি, নামাযের রুকু দ্বারা নাকি সিজদা আদায় হয়ে যায়।

Answer

প্রশ্নোক্ত অবস্থায় নামাযের রুকু দ্বারা সিজদা তিলাওয়াত আদায় হয়নি। কারণ আয়াতে সিজদার পর দুই আয়াতের অধিক পড়া হয়েছে। আর ঐ সিজদা নামাযের বাইরে আদায় করা যাবে না। কারণ নামাযের তিলাওয়াতের সিজদা নামাযের বাইরে আদায় করা যায় না। তবে সিজদা ছেড়ে দেওয়ার কারণে নামায ত্রুটিপূর্ণ হলেও নামায আদায় হয়ে গেছে বলে গণ্য হবে।

-আলবাহরুর রায়েক ২/১২২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৮৫; বাদায়েউস সানায়ে ১/৪৪১; রদ্দুল মুহতার ২/১১১

Read more Question/Answer of this issue