বিলকিস আক্তার শামীম - উত্তরা, ঢাকা
১৪০১. Question
আমি এক রাতে গাড়ির জ্যামে পড়ে ইশার জামাত পাইনি। একাকী এশা পড়তে গিয়ে দেখি তারাবীহের চার রাকাত শেষ হয়ে গেছে। ইমামের সাথে তারাবীহের ১৬ রাকাত পড়ে জামাতে বিতরও পড়ে নেই। ছুটে যাওয়া চার রাকাত তারাবীহ কি বিতরের পর আদায় করা যায়? আমি পড়ে নিয়েছি। তা কি আদায় হয়েছে? আর এমনটি করা কি আমার জন্য ঠিক হয়েছে?
Answer
হাঁ, বিতরের পরও তারাবীহর নামায পড়া যায়। তাই অবশিষ্ট চার রাকাত বিতরের পর আদায় করা সহীহ হয়েছে। আর এক্ষেত্রে বিতর জামাতে পড়ে নিয়ে তারাবীহের ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করা নিয়মসম্মতই হয়েছে।
-আলবাহরুর রায়েক ২/৬৭; ফাতাওয়া খানিয়া ১/১৩৫; রদ্দুল মুহতার ২/৪৪; মারাকিল ফালাহ ২২৫