Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ ইলিয়াস মোল্লা - মিরপুর

১৪৭০. Question

আমরা নাবালেগ অবস্থায় অনেক সময় রোযা রেখেছি। আবার মাঝে মধ্যে রোযা রেখে পরে ভেঙ্গে ফেলেছি। এখানে আমার জানার বিষয় হল, যে সমস্ত রোযা আমরা নাবালেগ অবস্থায় রেখে পরে ভেঙ্গে ফেলেছি এগুলোর কাযা করা লাগবে কি না? জানালে উপকৃত হব।

Answer

নাবালেগ অবস্থায় যে রোযা ভেঙ্গে ফেলা হয়েছে বালেগ হওয়ার পর তার কাযা করা লাগবে না।

-জামিউ আহকামিস সিগার ১/৫৯; রদ্দুল মুহতার ২/৪০৯

Read more Question/Answer of this issue