Zilqad 1429 || November 2008

আলী আহমদ - কুমিল্লা

১৪৬৮. Question

আমরা যে মসজিদে নামায পড়ি তার দোতলায় একটি হেফয খানা আছে। হেফয খানার ছাত্ররা নামাযের পর সুন্নত পড়ে দোতলায় গিয়ে কোরআন শরীফ পড়া শুরু করে। একদিন আমি মাগরিবের নামাযের পর আউয়াবীন পড়া অবস্থায় হেফয খানার এক ছাত্র দোতলায় জোরে আয়াতে সিজদা তেলাওয়াত করে যা আমি নামাযে শুনতে পাই। উক্ত আয়াতে সিজদা শ্রবণ  করার কারণে আমার উপর সিজদা ওয়াজিব হয়েছে কি না? ওয়াজিব হলে কখন আদায় করতে হবে? জানালে উপকৃত হব।

Answer

নামাযরত অবস্থায় বাইরের কারো থেকে আয়াতে সিজদা শুনলে নামাযের পর ঐ সিজদা আদায় করে নেওয়া জরুরি। নামাযের মধ্যে ঐ সিজদা আদায় করা যাবে না। কেউ করলেও তা আদায় হবে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে নামায শেষে ঐ সিজদা আদায় করে নিতে হবে।

-আলবাহরুর রায়েক ২/২১৪; বাদায়েউস সানায়ে ১/৫৭৪; তাবয়ীনুল হাকায়েক ১/২০৬; শরহুল মুনিয়্যা ৫০০; আদ্দুররুল মুখতার মাকতাবা যাকারিয়া ২/৫৮৮

Read more Question/Answer of this issue