Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ আলী আহমেদ - ফেনী

১৪৬৭. Question

গত রমযানে একদিন রোযা অবস্থায় আমার মুখে মশা বা অন্য কোনো পোকা প্রবেশ করে গলা পর্যন্ত পৌঁছে যায়। আমি অনেক কাশাকাশি করেও তা বের করতে পারিনি। বর্তমানে আমি খুবই দুঃশ্চিন্তাগ্রস্ত। উক্ত ঘটনার কারণে আমার রোযার কোনো ক্ষতি হয়েছে কি না জানিয়ে বাধিত করবেন।

Answer

রোযা অবস্থায় মশা-মাছি অনিচ্ছাকৃত গলার ভিতরে প্রবেশ করলে রোযা ভঙ্গ হয় না। তাই আপনার ঐ দিনের রোযা সহীহ হয়েছে। মশা ভিতরে চলে যাওয়ার কারণে রোযার ক্ষতি হয়নি।

-বাদায়েউস সানায়ে ২/৬১৯; আলবাহরুর রায়েক ২/৪৭৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৬৮; ফাতাওয়া খানিয়া ১/২০৮; আদ্দুররুল মুখতার ২/৩৯৫

Read more Question/Answer of this issue