Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ গোলাম মুস্তাফা - রংপুর

১৪৬৬. Question

মাসবুক ব্যক্তি নিজের ছুটে যাওয়া নামাযের জন্য কখন দাঁড়াবে? আমাদের মসজিদে অনেককে দেখা যায় যে, তারা ইমামের প্রথম সালামের সাথে সাথে দাঁড়িয়ে যায়। আবার অনেকে দ্বিতীয় সালামের শুরুতে দাঁড়ায়। আর কিছু লোক দ্বিতীয় সালামের পরে দাঁড়ায়। এই তিন পদ্ধতির মধ্যে কোনটি উত্তম? জানিয়ে বাধিত করবেন।

Answer

মাসবুক ব্যক্তি নিজের ছুটে যাওয়া নামাযের জন্য ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পর দাঁড়াবে। এটিই উত্তম। অবশ্য প্রথম সালামের সময় কেউ দাঁড়িয়ে গেলে তার নামাযও আদায় হবে যাবে।

-মুসান্নাফ ইবনে আবি শায়বা ১/১৪১; তাতারখানিয়া ২/১৯০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৮; ফাতহুল কাদীর (মাকতাবায়ে যাকারিয়া) ১/৪০০; আল বাহরুর রায়েক ১/৬৬২

Read more Question/Answer of this issue