Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ লোকমান - ফেনী

১৪৬৫. Question

আমি আমার বন্ধুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে এ বিষয়ে বাজি ধরি যে, অমুক কাজটি হলে আমি তোমাকে ১০০ টাকা দেব। আর না হলে আমাকে ১০০ টাকা দিতে হবে। পরে ঘটনাক্রমে কাজটি হয়ে যায়। এখন সে আমার কাছে ১০০ টাকা চাচ্ছে এবং বলছে, তুমি ওয়াদা করেছ। আর ওয়াদা পূর্ণ করা জরুরি। সুতরাং তুমি আমাকে ১০০ টাকা দিয়ে দাও। প্রশ্ন  হল, ওয়াদা মতো কি তাকে উক্ত টাকা দেওয়া জরুরি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উভয় পক্ষ থেকে টাকা দেওয়ার শর্তে যে বাজি ধরা হয়েছে তা জায়েয হয়নি। কারণ বাজিতে উভয় পক্ষ থেকে দেওয়ার শর্ত করা জুয়ার অন্তর্ভুক্ত। এ ধরনের বাজি ধরা নাজায়েয। যেহেতু এভাবে প্রতিশ্রুতি দেওয়া নাজায়েয তাই কৃত প্রতিশ্রুতি পূর্ণ করাও নাজায়েয। এ বাবদ আপনার টাকা দেওয়া এবং আপনার কাছ থেকে তার টাকা নেওয়া কোনটাই জায়েয নয়।

-আহকামুল কুরআন কুরতুবী ৩/৫২; তাফসীরে রুহুল মাআনী ২/১১৩; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআসারা ২/২৩০; আদ্দুররুল মুখতার ৬/৪০৩

Read more Question/Answer of this issue