Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ ফয়সাল - ঢাকা

১৪৬৪. Question

কুরবানীর পশু জবাই করার পর তার পেটে জীবিত বাচ্চা পাওয়া গেলে তা কী করতে হবে? এমনিভাবে পশু ক্রয় করার পর কুরবানীর আগে বাচ্চা হলে বাচ্চার কী হুকুম? বিস্তারিত জানালে উপকৃত হব।

Answer

কুরবানীর পশু জবাই করার পর তার পেটে জীবিত বাচ্চা পাওয়া গেলে তাকেও যবেহ করে দিবে এবং মায়ের মতো তার গোশতও খেতে পারবে। আবার সদকাও করতে পারবে।  আর কুরবানীর পশু খরিদ করার পর জবাইয়ের আগে তার বাচ্চা হলে সে বাচ্চা সদকা করে দেওয়া জরুরি। অবশ্য যবেহ না করে জীবিত সদকা করা ভালো।

-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২; খানিয়া ৩/৩৪৯; হিন্দিয়া ৫/৩০১; আদ্দুররুল মুখতার ৬/৩২২

Read more Question/Answer of this issue