Zilqad 1429 || November 2008

মুহাম্মাদ মামুন -

১৪৫৯. Question

কুরআন শরীফে সূরা সোয়াদের ২৪ নং আয়াতের শেষে আনাব শব্দটির পাশে ছোট অক্ষরে সিজদা লেখা আছে। রমযানে অনেক হাফেযকে দেখা যায় যে, তারা ২৪ নং আয়াতের শেষে আনাব পড়ে সিজদায়ে তিলাওয়াত আদায় করেন। আবার অনেক হাফেয ২৫ নং আয়াতের শেষে মাআব পড়ে সিজদা করেন। এখন জানার বিষয় হল, কোনটি ঠিক? যদি ২৫ নং আয়াতের শেষেই সেজদা করতে হয় তাহলে যারা ২৪ নং আয়াতের শেষে সিজদা করেছে তাদের নামাযের কোনোররূপ ক্ষতি হয়েছে কি না?

Answer

সূরা সোয়াদ-এর ২৫ নং আয়াতের মাআব শব্দটি পড়ে সিজদা করাই উত্তম। তবে ২৪ নং আয়াত শেষ করে তিলাওয়াতে সিজদা দিলেও সিজদার হক আদায় হয়ে যাবে। সুতরাং উক্ত যেকোনো আয়াতের পর সিজদা আদায় করুক না কেন নামায ও সিজদা উভয়টি আদায় হয়ে যাবে।

-তাবয়ীনুল হাকায়েক ১/২০৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩২; বাদায়েউস সানায়ে ১/৪৫২; মারকীল ফালাহ পৃ. ২৬২; তাহতাবী আলাল মারাকী ২৬২; রদ্দুল মুহতার ২/১০৩

Read more Question/Answer of this issue